বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

হোমনা প্রতিনিধিঃ   হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় সাজ্জাদ (১৬)নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সাড়ে এগারটার টার দিকে হোমনা ওভার ব্রিজ সংলগ্ন হোমনা – গৌরিপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী এবং উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, নিহত সাজ্জাদ হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে যাচ্ছিল। এসময় হোমনা ওভার পার হয়ে সিএনজি পাম্পের কাছে পৌঁছা মাত্রই পিছন দিক থেকে আসা একটি
কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে ছিটকে মাটিতে পড়ে গিয়ে তার বুকের পাজড় ভেঙে গুরতর আহত হয়। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় তাকে অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি)
মো. নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , কাভার্ড ভ্যান ও এর চালককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন