রাজারহাটে রহিম বাদশার উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ


ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য এই দৃষ্টিভঙ্গি থেকেই রাজারহাট ইউনিয়নের কৃতি সন্তান, মানবতার ফেরিওয়ালা রহিম বাদশার উদ্যোগে রাজারহাট সদর ইউনিয়নের অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৯ মার্চ সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে রহিম বাদশার পক্ষ থেকে আড়াই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে ছিল,শাড়ি লুঙ্গি পাঞ্জাবি। ঈদ উপহার সামগ্রী বিতরণকালে রহিম বাদশা বলেন, মানুষ মানুষের জন্য এটাই প্রতিটি মানুষের নৈতিক ও মানবিক দায়িত্ব হওয়া উচিত। আমি কর্মজীবনে শুরু থেকেই সমাজের অসহায়, হতদরিদ্র ও অসহায় রোগীদের পাশে থাকার চেষ্টা করি। গরীব দুঃস্থদের মাঝে নগদ অর্থ সহ বিভিন্ন সময় বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করে আসছি। এবার আড়াই শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।
আগামীতে আরও বেশি দেওয়ার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতায় দোয়া কামনা করছি। সেই সাথে সমাজে যারা বিত্তবান রয়েছে তাদেরকে অসহায় হত দরিদ্রদের পাশে থাকার আহবান জানাচ্ছি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রীতে পেয়ে উপকারভোগীরা বলেন, আমরা খুবই আনন্দিত ও খুশি হয়েছি। দোয়া রইলো রহিম বাদশা ভাইয়ের জন্য, তিনি অনেক বড় মনের মানুষ। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।