শনিবার, ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে অপহরণ মামলার আসামি বিমানবন্দর থেকে আটক

শ্রীমঙ্গলে অপহরণ মামলার আসামি বিমানবন্দর থেকে আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌরভীবাজারের শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলার আসামি বিদেশে পালানোর সময় হজরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই (নিঃ) তৌকির আহম্মেদ বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অপহরণ মামলার আসামি রাজু মিয়া (২৪) কে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত রাজু শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানা সুত্রে জানা যায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় শ্রীমঙ্গল শহরতলীর দেববাড়ী রোড থেকে আসামি রাজু ও তার সহযোগীদের সহযোগিতায় ১৬ বছরের এক কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন