আদালতে অসুস্থ পরী মণি, জেরা পেছাল


মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : মারধর, হুমকি ও যৌন হয়রানির মামলায় চিত্রনায়িকা পরী মণিকে জেরার জন্য আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯-এর বিচারক শাহিনা হক সিদ্দিকা এ আদেশ দেন।
আজ আদালতে সকাল ১১টা ৫ মিনিটে যান পরী মণি, কিন্তু আদালত থেকে জানানো হয় বিকেল সাড়ে ৩টায় জেরা অনুষ্ঠিত হবে। এরমধ্যে পরী মণি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং জেরার শুনানি না করেই চলে যান।
পরী মণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, আজ পরী মণি অসুস্থ হয়ে যাওয়ায় আদালতে সময়ের আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন।
২০২১ সালের ১৪ জুন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সাভার থানায় মামলা করেন পরী মণি। পরে ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগপত্রে পুলিশ বলেছে, ‘বোট ক্লাবে আসামি নাসির উদ্দিন মাহমুদ ও শাহ শহিদুল আলম চিত্রনায়িকা পরী মণির সঙ্গে আপত্তিকর ভাষায় কথা বলাসহ খারাপ আচরণ করেন। এ সময় তারা পরী মণিকে মারধরের হুমকি দেন। আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারাসহ পেনাল কোডের ৩২৩/৫০৬ ধারায় অপরাধ প্রমাণিত হয়েছে। এ ছাড়া মামলার এজহারভুক্ত আসামি তুহিন সিদ্দিকী অমি চিত্রনায়িকা পরী মণিকে কৌশলে বোট ক্লাবে ডেকে নিয়ে যান। এরপর সেখানে তার সঙ্গে শ্লীলতাহানির ঘটনায় অমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।’ তাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় অমির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।
এদিকে, মামলার পর নানা ঘটনা প্রবাহে বাদী পরী মণি নিজেই আসামি হয়ে যান। গত বছরের ৪ আগস্ট মাদক মামলায় পরী মণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র্যাব। এরপর ওই মামলায় পরী মণিকে তিন দফায় রিমান্ডে নেয় পুলিশ। আদালত থেকে জামিন পেয়ে গত বছরের ১ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরের মহিলা কারাগার থেকে মুক্তি পান তিনি।