সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

অন্তরা হয়েই ফিরছেন ফারিয়া

অন্তরা হয়েই ফিরছেন ফারিয়া

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন আবারও আসছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘অন্তরা’ চরিত্র নিয়ে দর্শকদের সামনে। দীর্ঘ আড়াই বছর পর কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সিজন ফাইভ আসতে চলেছে। সেখানেই অন্তরা চরিত্রের সঙ্গে ফিরবেন ফারিয়া। ২০২২ সালের ২৪ ডিসেম্বর প্রচারিত হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন-৪-এর শেষ পর্ব।

সম্প্রতি নতুন এই সিজন শুরুর ঘোষণা দেন নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুকে। পোস্টে নাটকটির পঞ্চম সিজনের একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লেখেন, দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ব্যাচেলর পয়েন্ট। সেই একই পোস্টার শেয়ার করে ফারিয়া শাহরিনও জানান দেন, তিনিও ফিরছেন ব্যাচেলর পয়েন্টের সঙ্গে।

উল্লেখ্য, গত বছর ফারিয়া মা হয়েছেন। এরপর থেকে শোবিজে অনিয়মিত হয়ে পড়েন। তবে চলতি বছরের শুরুতে জানিয়েছিলেন, কাজ পুরোপুরি ছেড়ে দেননি, একটু বিরতি নিয়েছিলেন এবং এ বছরই কাজের সংবাদ দেবেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন