রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

৪০ মুরগী খাওয়ার পর ধরা পড়ল বনবিড়াল

৪০ মুরগী খাওয়ার পর ধরা পড়ল বনবিড়াল

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মোরগের খামার ধেকে একে একে ৪০টি মোরগী ভক্ষণ করার পর ধরা পড়েছে বন বিড়াল।
সোমবার (২৬ জুন) নূর মোহাম্মদ পুল্টি খামারে মালিক বন বিড়ালটিকে আটক করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেয়। খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল বন বিড়ালটিকে উদ্ধার করেন। সজল দেব জানান খামারির খামার থেকে প্রতিদিন মুরগী ধরে খেয়ে আসছিল বন বিড়ালটি। অনেক চেষ্টা করার পর বিড়ালটিকে তিনি ধরতে পেরেছেন। এর আগে তার মোরগ গুলো খেয়ে অনেক ক্ষটি করেছে বিড়ালটি। পরে উদ্ধার করা বন বিড়ালটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের বিট কর্মকর্তা আনিসুজ্জামান উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন