আদমদীঘিতে জর্দা ব্যবসায়ী সজলের মরদেহ উদ্ধার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মালগুদাম এলাকা থেকে মোহাম্মদ আলী সজল শেখ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মৃত সজল শেখ সান্তাহার পৌর শহরের রথবাড়ী মহল্লার মৃত সিরাজ উদ্দীন শেখের ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সান্তাহার রেল জংশনের মলগুদাম সেডের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।সান্তাহার রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সজল শেখ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দেশী মদের দোকানে আসেন। এরপর তিনি ওই দোকানে মদ খেয়ে রেলওয়ে মালগুদামের সেডের নিচে বসে ছিলেন। এরপর হঠাৎ করে বিকাল সাড়ে ৪ টায় দিকে অসুস্থ হয়ে পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে স্থানীয়দের ধারনা, অতিরিক্ত গরমের মধ্যে দেশীয় মদ পানের কারনে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।