রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ২২

উলিপুরে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার ২২

 

উলিপুর(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ২০২১ সালে গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নে মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ২২ পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার(২০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি গোলাম মর্তুজার নেতৃত্বে পুলিশ পরিদর্শক(তদন্ত) তামবিরুল ইসলাম, এসআই আতিকুজ্জামান আতিক, আনিছুর রহমান, শাহ্ আলম, মশিউর রহমান, আজাহারুল ইসলাম, রবিউল ইসলাম, গোলক চন্দ্র বর্ম্মণ, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশিদসহ সংগীয় ফোর্স অভিযান চালিয়ে গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভূক্ত ২২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- থেতরাই ইউনিয়নের রামপ্রসাদ মতুল্লাপাড়া গ্রামের আজির উদ্দিনের পুত্র মো. সাইফুল ইসলাম(৩৬), এরশাদুল হক(৫০), রামপ্রসাদ রাজা দিঘীর পাড় গ্রামের দেলদার আলীর পুত্র জাহের আলী(৪৬), কিশোরপুর মৌলভীপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুল ওহাব(৪০), আজাহার আলীর পুত্র হাছেন আলী(৩৩), দড়ি কিশোরপুর গ্রামের আব্দুল হামিদ সরকারের পুত্র নুরুল হক সরকার ওরফে ডা. নুরুল(৫৮), আইয়ুব আলীর পুত্র মমিন হোসেন(৩৫), আব্দুল জলিলের পুত্র জাহিদ হাসান(৩৪), মোজাম্মেল হকের পুত্র রফিকুল ইসলাম(৫৪), মহসীন আলীর পুত্র সৈয়দ আলী(৫১), আইয়ুব আলীর পুত্র মোকছেদুল মমিন(২০), আবুল হোসেনের পুত্র মাঈদুল ইসলাম(৩৪), আব্দুল জব্বারের পুত্র আলমগীর(৪০), নজরুল ইসলামের পুত্র ফরিদুল ইসলাম কসাই(৩০), কিশোরপুর তেলিপাড়া গ্রামের মহিজ উদ্দিনের পুত্র আব্দুল ওহাব(৪৫), কিশোরপুর কুমারপাড়া গ্রামের সাহাবুদ্দিনের পুত্র আব্দুর রশিদ(৬০), কিশোরপুর বসুনিয়া গ্রামের বনিজ উদ্দিনের পুত্র আলেপ উদ্দিন(৫৩), কিশোরপুর বকসীপাড়া গ্রামের আব্দুল হানিফের পুত্র শফিকুল ইসলাম(৩৫), গুনাইগাছ ইউনিয়নের নেফরা কাঁঠালীপাড়া গ্রামের ফকরুল ইসলামের পুত্র শিহাব উদ্দিন জুহরী(২০), মহির উদ্দিনের পুত্র কায়ছার আলী(৩৮), আব্দুল লতিফের পুত্র রিপন মিয়া(২৭) ও নেফরা খারিজাপাড়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র মাও. আবুল কামাল আজাদ(৪৮)।
সোমবার(২১ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন