শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলছড়িতে বাবার মরদেহ বাড়ীতে রেখে পরীক্ষা দিল ছেলে

ফুলছড়িতে বাবার মরদেহ বাড়ীতে রেখে পরীক্ষা দিল ছেলে
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষাকেন্দ্রে গিয়ে এইচএসসি পরীক্ষা দিয়েছে শাহরিয়ার আলভী নামের এক শিক্ষার্থী। মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশ নেন আলভী। আলভী ফুলছড়ি সরকারি কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিনি উপজেলার গজারিয়া ইউনিয়নের বাউশী কলেজ পাড়া এলাকার বাসিন্দা। সোমবার (২৮ আগস্ট) দিনগত রাতে আলভীর বাবা আনছার আলী (৫২) মারা যান। তিনি ডায়াবেটিস এ আক্রান্ত ছিলেন। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার আলভীর পদার্থ বিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। রাতে বাবা মারা যাওয়ায় আলভী মানসিকভাবে ভেঙে পড়ে। তবে তাকে সান্ত্বনা দিয়ে সহপাঠী ও স্বজনরা পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করেন। পরে সবার অনুরোধে বাড়িতে বাবার মরদেহ বাড়িতে রেখে সকাল ১০টায় পরীক্ষা অংশ নেন আলভী। পরে বিকেল সাড়ে ৫টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আলভীর বাবাকে দাফন করা হয়। এ বিষয়ে বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ইব্রাহিম আকন্দ সেলিম  বলেন, বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছেন শাহরিয়ার আলভী নামের এক শিক্ষার্থী।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন