রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নির্বাচনের ১০ দিন আগে প্রার্থীতা ফিরে পেলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী লিটু

নির্বাচনের ১০ দিন আগে প্রার্থীতা ফিরে পেলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী লিটু

 

ফরহাদ খান, নড়াইল

নির্বাচনের ১০ দিন আগে প্রার্থীতা ফিরে পেলেন নড়াইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ইকবাল কবির এবং বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ আইনানুযায়ী লিটুকে মনোনয়ন গ্রহণ এবং প্রতীক বরাদ্দের আদেশ দেন। মনোনয়নপত্র যাচাইয়ের সময় গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা এক শতাংশ ভোটার স্বাক্ষর জটিলতায় লিটুর প্রার্থিতা বাতিল করেন।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন, সৈয়দ ফয়জুল আমির লিটুকে ট্রাক প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এর দু’দিন আগে অপর স্বতন্ত্র প্রার্থী নূর ইসলামও প্রার্থীতা ফিরে পেয়েছেন।

এদিকে, নড়াইল-২ আসন এখন প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সংখ্যা আটে দাঁড়ালো। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির ফায়েকুজ্জামান ফিরোজ, এনপিপির মনিরুল ইসলাম, গণফ্রন্টের লতিফুর রহমান, ইসলামী ঐক্যজোটের মাহাবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু ও লায়ন নূর ইসলাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন