শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

কালীগঞ্জে তেল গোডাউনে আগুন, স্কুল শিক্ষিকা আহত

কালীগঞ্জে তেল গোডাউনে আগুন, স্কুল শিক্ষিকা আহত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঝিনাইদহ কালীগঞ্জ শহরের ভুষণ স্কুল সড়কে একটি সরিষার তেলে গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৫ টার দিকে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। স্থায়ী বাসিন্দা বাবলুর রহমান জানান হঠাৎ আমি কৃষি ব্যাংকের দিকে তাকিয়ে দেখি জানালা দিয়ে কালো ধূয়া বের হয়। আমি সহ স্থায়ীরা সবাই দৌড়ে যায় এবং ফায়ার সার্ভিস কে খবর দিই। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ এ আনে।  কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, বিকাল ৫ টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় কালীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আগুনের তীব্রতা বেশী থাকায় ঝিনাইদহ ও কোটচাঁদপুর থেকেও দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ভবনটি চারতলা বিশিষ্ট এবং নিচতলায় একটি সরিষার তেলের গুদাম, দ্বিতীয় তলায় কৃষি ব্যাংকের শাখা এবং ৩য় ও ৪র্থ তলায় আবাসিক। নিচতলার গুদাম ঘরে থাকা জেনারেটর থেকে আগুনের সুত্রপাত হয়। সে সময় প্রচন্ড ধোয়া উপরের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে। তখন প্রচন্ড গরমে ও ধোয়ায় ওই স্কুল শিক্ষিকার শরীর ঝলসে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পৌছে দেয় ফায়ার সার্ভিস সদস্যরা। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কালীগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার সম্পা মোদক জানান, আগুনে দগ্ধ হয়ে সোমা চৌধুরি নামে একজন নারী আমাদের এখানে আসেন। তার ৪ হাত পা সহ শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন