সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা

নড়াইলে এক যুবককে কুপিয়ে হত্যা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : নড়াইলের কালিয়ায় আনিস শেখ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত সাড়ে ৮টার দিকে কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে৷

নিহত আনিস শেখে বাড়ি কলাবাড়িয়া গ্রাম। তিনি ওই গ্রামের মোশাররফ শেখের ছেলে এবং কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড সদস্য সোহেল শেখের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে কলাবাড়িয়া গ্রামের চরকান্দিপাড়ায় টুকু মোল্যার ইট ভাটার পাশে আনিস শেখকে কুপিয়ে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন