শুক্রবার, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাটে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বাগেরহাটের শরণখোলা উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টির মধ্যে নদীর ঘাটে থাকা কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।  স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।  মৃতরা হলেন- বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বদনিভাঙ্গা গ্রামের বাসিন্দা শেখ মিলন (৪০) ও পিরোজপুর সদরের বালিপাড়া গ্রামের বাসিন্দা মোস্তফা (৫৫)।  বজ্রপাতে আহত ৬ শ্রমিককের মধ্যে ৫ জনকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- রাসেল গাজী (৩০), বাবুল সওদাগার (৪৫), খোকন গাজী (৪২), সোহেল তালুকদার (৩০) ও জলিল হাওলাদার (৪৫)।  বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস।  শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাল-রায়েন্দা গ্রামের বান্ধাঘাটা এলাকায় বৃষ্টির মধ্যে কার্গো থেকে বালু তোলার সময় বজ্রপাতে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা যান। আহত হন ছয়জন। হতাহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মোস্তফা ও মিলন নামে দুজনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন