হিলিতে স্বাভাবিক সবজির দাম, খুশি ক্রেতারা
হাকিমপুর দিনাজপুর প্রতিনিধিঃ গেলো এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে অর্ধেকে নেমেছে প্রতিটি সবজির দাম। ফলন ভাল এবং বাজারে আমদানি বেশি, যার কারণে কমেছে সবজির দাম, বলছেন সবজি ব্যবসায়ীরা। চলতি রমজানে কম দামে সবজি কিনতে পেরে খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
ঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে বেগুনের দাম ছিলো ৩০ থেকে ৪০ টাকা কেজি, বর্তমান তা বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা কেজি দরে, ৬০ টাকার পটল বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে, ৬০ টাকার শিম বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি, ৫০ টাকার খিরা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি, ৪০ টাকার টমেটো ৩০ টাকা কেজি, আলু বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, পেঁপে ২৫ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, ৫০ টাকার গাজর বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে, আদা ১৬০ টাকা কেজি, এছাড়াও ১৬০ টাকার রসূন ১০০ টাকা কেজি ও ৯০ টাকার পেঁয়াজ কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। প্রতিটি সবজি কম দামে কিনতে পেয়ে খুশি সাধারণ ক্রেতারা। সবজি কিনতে আসা লুৎফর রহমান বলেন, প্রতি বছর রমজান আসলে সবজির দাম অনেক চড়া হয়ে থাকে। এবছর সব সবজির দাম কমে গেছে। আমাদের মতো সাধারণ ক্রেতাদের অনেক সুবিধা হচ্ছে। হিলি বাজারের সবজি ব্যবসায়ী আব্দুল খালেক বলেন, আমরা পাঁচবিবি আর বিরামপুর থেকে সব ধরনের সবজি পাইকারি কিনে আনি। তবে রমজান শুরু হওয়ার পর থেকে প্রতিটি সবজির দাম কমে গেছে। বর্তমান কৃষকদের সবজি ফলন ভাল হয়েছে এবং বাজারে আমদানিও বেশি হচ্ছে। যার কারণে দাম আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। কম দামে কিনে কম দামে বিক্রি করছি। কৃষক মোতালেব হোসেন বলেন, এবার আমি এক বিঘা জমিতে বেগুন চাষ করেছি। আল্লাহ দিলে ফলন ভাল হয়েছে। একমাস আগে থেকে বেগুন বাজারে আনছি। প্রথমে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে দাম পেয়েছিলাম। বর্তমান আমাদের বিরামপুর উপজেলায় বেগুনের বাম্পার ফলন হয়েছে। এই জন্য দাম কম, আজ ৮ টাকা কেজি হিসাবে পাইকারি দিলাম।