বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হালান্ডের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়

হালান্ডের হ্যাটট্রিকে ম্যানসিটির বড় জয়

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : একদিন আগেই উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন আর্লিং হালান্ড। বর্ষসেরার খেতাব জয়ের পর প্রিমিয়ার লিগের লড়াইয়ে ফুলহামের বিপক্ষে তাণ্ডব চালিয়েছেন নরওয়ে তারকা। হ্যাটট্রিক গোলের পাশাপাশি করিয়েছেন আরেকটি। এতে ৫-১ গোলের বড় জয় পেল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে লা লিগার লড়াইয়ে শেষ মুহূর্তে বেলিংহামের গোলে গেতাফের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ফুলহামের বিপক্ষে আধিপত্য দেখায় ম্যানসিটি। ৩১ মিনিটে হালান্ডের পাস থেকে সিটি প্রথম গোলটি আদায় করেন বিশ্বজয়ী হুলিয়ান আলভারেজ। দুই মিনিট পরেই গোল শোধ করে ফুলহামকে সমতায় ফেরান টিম রিম। প্রথমার্ধের যোগ করা সময়ে সিটিকে ফের লিড এনে দেন নাথান আকে।বিরতির পর শুরু হয় হালান্ড তাণ্ডব। ৫৮ মিনিটে করেন নিজের প্রথম গোল। ৭০ মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান নরওয়ে তারকা। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হ্যাটট্রিক আদায় করে সিটির ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন বর্ষসেরা ফরোয়ার্ড। প্রিমিয়ার লিগে রাতের অন্য ম্যাচে কোরিয়ান তারাকা হিউং মিন সনের হ্যাটট্রিকে ৫-২ গোল ব্যবধানে বার্নলিকে হারিয়েছে টটেনহ্যাম। সনের হ্যাটট্রিকের পাশাপাশি বাকী গোল দুটি করেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো ও ম্যাডিসন। রাতের অন্য আরেকটি ম্যাচে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ গোলে হেরেছে চেলসি। নটিংহ্যামের হয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্তোনি অ্যালেঙ্গা। অন্যদিকে লা লিগার লড়াইয়ে ঘরের মাঠে গেতাফেকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতেই গোল হজম করে স্বাগতিক দল। প্রথমার্ধে গোল শোধ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোসরা। ৪৭ মিনিটে দলকে সমতায় ফেরান জোসেলু। এরপর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের জয়সূচক গোলটি করেন ব্যালিংহাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন