শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নন্দীগ্রামে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

 

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে খরিপ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির ল্েয ুদ্র-প্রান্তিক ও মাঝারী কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিন্যামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাতের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য্য ও উপজেলা শিা কর্মকর্তা আব্দুল কাইয়ুম প্রমুখ। এ উপজেলায় বিনামূল্যে উফশী আউশ চাষের জন্য ৫ হাজার জন কৃষক-কৃষাণীকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ৮৫০ জন কৃষক-কৃষাণীকে ১ কেজি পাট বীজ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্ভিদ সংরণ কর্মকর্তা নজরুল ইসলাম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন