রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

যান্ত্রিক ত্রুটি নিয়ে দিল্লিতে ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটি নিয়ে দিল্লিতে ইন্ডিগো ফ্লাইটের জরুরি অবতরণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

লক্ষ্মৌ থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে যাওয়ার পথে একটি প্লেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়েছে। মূলত ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণে বাধ্য হয় ইন্ডিগোর একটি প্লেন।  শনিবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে প্লেনটির ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। তারপরেই দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, ১৫৫ জন যাত্রী নিয়ে লক্ষ্মৌ থেকে আবুধাবির উদ্দেশে রওনা দিয়েছিল ইন্ডিগোর একটি প্লেন। কিন্তু মাঝ আকাশে উঠতেই ইঞ্জিনে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট ঝুঁকি না নিয়ে নিকটবর্তী দিল্লি বিমানবন্দরে অবতরণের সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ী এটিসিতে আবেদন যায়। শেষ পর্যন্ত রাত ১০টা ৪২ মিনিটে দিল্লির রানওয়েতে প্লেনটি জরুরি অবতরণ করে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্লেনটির ‘হাইড্রলিক ফেলিওর’ হয়েছিল। তার জেরেই যান্ত্রিক গোলযোগ হয়। যদিও এ ঘটনায় যাত্রীরা সবাই সুরক্ষিত রয়েছেন। ত্রুটি মেরামত করার পর গভীর রাতে দিল্লি থেকে আবার আবুধাবির উদ্দেশে উড়ে যায় প্লেনটি। 

ইন্ডিগোর প্লেনে যান্ত্রিক ত্রুটির ঘটনা অবশ্য বিরল নয়। দুই সপ্তাহ আগেই দিল্লিগামী ইন্ডিগোর প্লেনে ধাক্কা মারে একটি পাখি। তার জেরে ভুবনেশ্বর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয় প্লেনটি। গত আগস্টেও ইন্ডিগোর প্লেনে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। যদিও ওই যাত্রীকে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন