শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বায়ার্নের কাছে আমার কারণে হেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড

বায়ার্নের কাছে আমার কারণে হেরেছে ম্যানচেষ্টার ইউনাইটেড

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

হ্যারি কেনের পাসে বল নিয়েছিলেন লেরয় সানে। জার্মানির ফরোয়ার্ডের নেয়া বাঁ পায়ের দূরপাল্লার শটে ঝাঁপিয়ে পড়ে বলের নাগাল পেয়েছিলেন আন্দ্রে ওনানা। ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ফসকে বল জালে প্রবেশ করে। ওনানার এমন ভুলেই লিড পায় বায়ার্ন মিউনিখ। সেই ভুলের খেসারত দিয়েই বায়ার্ন মিউনিখের কাছে ৪-৩ গোলে রেড ডেভিলরা হেরে যায়। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এ’ গ্রুপের খেলা শেষে ওনানা বলেন, ‘আমরা খুব ভালো শুরু করেছিলাম। আমার ভুলের পরে আমরা খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এটা আমার জন্য একটা কঠিন পরিস্থিতি। দলকে হতাশ করে দিয়েছি। আমার কারণেই আমরা খেলাটিতে জিততে পারিনি। আমাদের এগিয়ে যেতে হবে, এটাই গোলরক্ষকের জীবন।’

ওনানার করা ভুলের চার মিনিট পর আবারো গোল হজম করে ইউনাইটেড। জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বল পেয়ে সের্গে জিনাব্রি ব্যবধান দ্বিগুণ করেন। বিরতির পর ৪৯ মিনিটে মার্কাস র‍্যাশফোর্ডের কাছ থেকে বল আদায় করে রেড ডেভিলদের হয়ে ব্যবধান কমান রাসমাস হজলুন্ড। খানিক পর ডি বক্সের ভেতর ক্রিস্টিয়ান এরিকসেনের হাতে বল লাগে। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৫৩ মিনিটে স্পট কিক থেকে লক্ষ্যভেদ করেন হ্যারি কেন। অ্যান্থনি মার্শিয়ালের পাসে বল নিয়ে ৮৮ মিনিটে কাসেমিরো নিশানাভেদ করলে ইউনাইটেড ম্যাচ বাঁচানোর খানিক আশা জাগায়। তবে জশুয়া কিমিচের বাড়ানো বলে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ম্যাথিস টেল বল জালে জড়ালে সেই আশা থেমে যায়। ব্রুনো ফের্নান্দেসের ক্রসে বল নিয়ে কাসেমিরো আবারো গোল করলেও তা অতিথি দলের পরাজয় এড়াতে পারেনি।

বায়ার্নের বিপক্ষে প্রথম গোল হজমে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে ওনানা বলেন, ‘তারা কোন সুযোগ তৈরি করতে পারেনি। লক্ষ্যে তাদের নেয়া প্রথম শটে আমি ভুল করেছিলাম এবং দল বিপদে পড়ে যায়।’

ইন্টার মিলান থেকে ৪৭ মিলিয়ন পাউন্ডে ক্যামেরুনের এ গোলরক্ষক ইউনাইটেডে যোগ দেন। এরপর থেকে ক্যারিয়ারে কঠিন সময় পার করেছেন। ইতিমধ্যেই নটিংহ্যাম ফরেস্ট, আর্সেনাল এবং ব্রাইটনের বিপক্ষে ম্যাচে গোল হজমের জন্য তাকে দায়ী করা হয়েছে। ডেভিড ডি গিয়ার মতো গোলরক্ষকের জায়গায় নিজের অবস্থান গড়া যে সহজ নয়, ওনানা সেটি স্বীকারও করেন।

‘আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। কিন্তু আমাকে স্বীকার করতে হবে যে, আমার কারণে জিততে পারিনি। সমর্থকদের কাছে আমার এখনও অনেক কিছু প্রমাণ করার আছে। আমি যেভাবে চেয়েছিলাম, সেভাবে শুরুটা ভালো হয়নি। এটা ফিরে আসার সুযোগ ছিল হ্যাঁ, এটা কঠিন সময় এবং আমাদের একসাথে থাকতে হবে। ভুল থেকে শিখতে হবে। আমাকে শিক্ষা নিতে হবে।’ ‘আমার অনেক কিছু প্রমাণ করার আছে, কারণ সত্যি বলতে ম্যানচেষ্টার ইউনাইটেডে আমার শুরুটা তেমন ভালো ছিল না। আমিই দলকে হতাশ করেছিলাম।’

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন