বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের কী খেতে দেওয়া হচ্ছে

ভারতে পাকিস্তানি ক্রিকেটারদের কী খেতে দেওয়া হচ্ছে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পাকিস্তানের বিরিয়ানি প্রীতির কথা কে না জানে। আর হায়দরাবাদে এসে সেখানকার বিখ্যাত বিরিয়ানি চাইবেন না, এমনটা না হওয়ার সম্ভাবনাই বেশি। বিশ্বকাপ উপলক্ষ্যে দেড়মাসের ভারত সফরে এই শহরেই প্রথম পা রেখেছে বাবর আজম-শাহিন আফ্রিদিরা। এখানে এসেই স্বাভাবিকভাবে খোঁজ করেছেন বিরিয়ানির জন্য। বাবর আজমদের প্রথম দিনের তৃপ্তি দিয়েছে হায়দরাবাদের বিরিয়ানি। তবে এমন বিরিয়ানি খেয়ে নিশ্চয়ই দিন কাটাতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটাররা। জিভের লাগাম কিছুটা টেনে ধরতেই হচ্ছে। তারপরেও অবশ্য আগামী দুই সপ্তাহের মেন্যু নেহায়েত মন্দ নয়। যদিও তাতে নিজেদের প্রিয় গরুর মাংস পাচ্ছেন না তারা।  ‘ক্রিকেট পাকিস্তান’–এর খবরে বলা হয়, পাকিস্তানের খেলোয়াড়দের প্রোটিন চাহিদা পূরণে হায়দরাবাদে বেশ ভাল আয়োজনই করা হয়েছে। তাদের খাদ্যতালিকায় রাখা হচ্ছে মুরগি, খাসির মাংস ও মাছ। ভেড়ার গ্রিল, খাসির ঝোল, মাছের গ্রিল ছাড়াও থাকছে বাটার চিকেন। এ তো গেল প্রোটিনের কথা। এর বাইরে কার্বোহাইড্রেট খাবারের জন্য স্টেডিয়ামের ক্যাটারিং সার্ভিসে নিজেদের চাহিদা জানিয়ে দিয়েছে পাকিস্তান দল। কার্বোহাইড্রেটের জন্য পাকিস্তান দলের খেলোয়াড়েরা খাবেন সেদ্ধ বাসমতি চালের ভাত, স্প্যাগেটি ও সবজি পোলাও। শুক্রবার হায়দরাবাদে পাকিস্তানের প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ গত দুই বিশ্বকাপের রানারআপ নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগে এক বার মাঠে গিয়ে অনুশীলন করেছেন বাবরেরা। ৬ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচও এই শহরে। তার পরেই আহমেদাবাদে যাবে পাকিস্তান। ১৪ অক্টোবর নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে খেলতে নামবেন তারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন