বিশ্বকাপে ব্যাটে-বলে শীর্ষ পাঁচে রয়েছেন যারা
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : আগামীকাল রোববার (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। যে ম্যাচে ভারতের লক্ষ্য তৃতীয় শিরোপা ঘরে তোলা আর অস্ট্রেলিয়ার লক্ষ্য হেক্সা মিশন কমপ্লিট করা। নিজেদের যোগ্যতা দিয়েই বিশ্বকাপের ফাইনালে উঠেছে যোগ্য দুটি দল। ভারত একমাত্র দল যারা এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত। অন্যদিকে অস্ট্রেলিয়া দুটি ম্যাচে হেরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এখন ফাইনালে অবস্থান করছে। ৪৭ ম্যাচ পর বিশ্বকাপে ২ দিনের বিরতি চলছে। বিশ্বকাপে সর্বোচ্চ দলগত ইনিংস সর্বোচ্চ ৪২৮ রান দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপ দেখেছে একটি ডাবল সেঞ্চুরি। অতিমানবীয় ইনিংসে ব্যাটে ঝড় তুলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ২০১ রানে ছিলেন অপরাজিত। আফগানদের বিপক্ষে শঙ্কার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়েন অজি ব্যাটার। ১৫২ দশমিক ছয় নয় ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট। সবার চেয়ে সেরা। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সেঞ্চুরি হয়েছে ৩৯টি। সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের। হাফসেঞ্চুরি হয়েছে ১১৬টি। সর্বোচ্চ ৫টি বিরাট কোহলির। সবার চেয়ে বেশি ৭১১ রান বিরাট কোহলির। ১১৬ রান কম করে দুইয়ে ডি কক। ৪৭ ম্যাচে ছয় হয়েছে ৬৩৬টি, চার ২ হাজার ২০৪। বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ শামি। ২৩ শিকার ভারতীয় এ পেসারের। ৫৭ রানে ৭ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগার মোহাম্মদ শামির। এক উইকেট কম নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। একমাত্র অপরাজিত দল ভারত জিতেছে ১০ ম্যাচ। সবচেয়ে বেশি ৭টি করে ম্যাচ হেরেছে নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
শীর্ষ পাঁচ ব্যাটার
- বিরাট কোহলি (ভারত) : ৭১১ রান
- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) : ৫৯৪ রান
- রাচিন রবিন্দ্র (নিউজিল্যান্ড) : ৫৭৮ রান
- ডারেল মিচেল (নিউজিল্যান্ড) : ৫৫২ রান
- রোহিত শর্মা (ভারত): ৫৫০ রান
শীর্ষ পাঁচ উইকেট শিকারি
- মোহাম্মদ শামি (ভারত): ২৩ উইকেট
- এ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া): ২২ উইকেট
- দিলশান মাদুশাঙ্কা (শ্রীলঙ্কা): ২১ উইকেট
- গেরাল্ড কোয়েতজি (দক্ষিণ আফ্রিকা): ২০ উইকেট
- জাসপ্রিত বুমরাহ (ভারত) : ১৮ উইকেট
- শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান) : ১৮ উইকেট