মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মদকাণ্ডে নিষিদ্ধ মোরসালিন ফিরলেন জাতীয় দলের ক্যাম্পে

মদকাণ্ডে নিষিদ্ধ মোরসালিন ফিরলেন জাতীয় দলের ক্যাম্পে

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  মালদ্বীপ থেকে ফেরার পর বিমানবন্দরে বিদেশি মদকাণ্ডে ধরা পড়েছিলেন বাংলাদেশ দলের পাঁচ ফুটবলার। তাদের মধ্যে অন্যতম ছিলেন জাতীয় দলের তরুণ উদীয়মান ফুটবলার শেখ মোরসালিনও। এই ঘটনার কারণে মালদ্বীপের বিপক্ষে জাতীয় দলের সর্বশেষ দুই ম্যাচে সুযোগ পাননি তরুণ ফুটবলার। তবে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবারও দলে ফেরানো হয়েছে তাকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সামনে রয়েছে ব্যস্ত সূচি। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ায় অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২১ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনায় লেবাননকে আতিথেয়তা দিবে তারা। দুই ম্যাচকে সামনে রেখে সোমবার (৬ নভেম্বর) জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। রোববার (৫ নভেম্বর ) ৩০ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন কোচ কাবরেরা। দলে ফিরেছেন বসুন্ধরা কিংসের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। নতুন মুখ হিসেবে এবারের ক্যাম্পে ডাক পেয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের চন্দন রায়। বসুন্ধরা কিংস বাদে বাকি ক্লাবের ফুটবলারদের আগামীকাল বিকেলে ম্যানেজার আমের খানের নিকট রিপোর্ট করতে হবে।আগামী ৭ নভেম্বর ভারতের ক্লাব মোহনবাগানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের পর ক্যাম্পে যোগ দেবেন তারা। ১০ তারিখ পূর্ণাঙ্গ অনুশীলন করে ঐ দিন রাতেই মেলবোর্ন রওনা হওয়ার পরিকল্পনা বাংলাদেশের। মালদ্বীপের বিপক্ষে খেলা ২৩ জনের স্কোয়াড থেকে তেমন পরিবর্তন নেই লেবানন-অস্ট্রেলিয়ার প্রাথমিক দলে। ৩০ জনের প্রাথমিক দল ২৩ জনে পরিণত হবে অস্ট্রেলিয়া যাওয়ার আগে।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড:

মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবন, পাপ্পু হোসেন, মাহফজু হাসান প্রীতম, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, তারিক রহমান কাজী, রহমত মিয়া, আলমগীর মোল্লা, ইসা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, রিয়াদুল হাসান, সোহেল রানা, শেখ মোরসালিন, মোহাম্মদ হৃদয়, মোহাম্মদ সোহেল রানা, মজিবর রহমান জনি, রবিউল হাসান, চন্দন রায়, জামাল ভূঁইয়া, জায়েদ আহমেদ, রাকিব হোসেন, সুমন রেজা, রহিম উদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আরমান ফয়সাল আকাশ, রফিকুল ইসলাম ও মোহাম্মদ ইব্রাহিম।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন