শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দলবদল ফি’র বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিকান এই নারী ফুটবলার

দলবদল ফি’র বিশ্বরেকর্ড গড়লেন আফ্রিকান এই নারী ফুটবলার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : র‍্যাচেল কুন্দানানজি; নারীদের ফুটবলের খোঁজখবর রাখলে নামটা খুব একটা অপরিচিত মনে হওয়ার কারণ নেই। জাম্বিয়ার এই নারী ফুটবলার এবার তোলপাড় ফেলে দিয়েছেন। নারীদের ফুটবলে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব মাদ্রিদ সিএফএফ থেকে যুক্তরাষ্ট্রের বে এফসিতে যোগ দিয়েছেন ২৩ বছর বয়সী কুন্দানানজি। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) চার বছরের চুক্তিতে এই জাম্বিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে বে এফসি। ৮ লাখ ৬০ হাজার ডলার বা ৯ কোটি ৪২ লাখ টাকার বিনিময়ে কুনানানজিকে দলে ভিড়িয়েছে বে এফসি। এ বছরই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেনস সকার লিগে অভিষেক হবে দলটির। ছেলে ও মেয়েদের ফুটবল মিলিয়ে কুন্দানানজিই প্রথম আফ্রিকান ফুটবলার যিনি ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়লেন। মেয়েদের ফুটবলে তার আগে সবচেয়ে দামি ফুটবলার ছিলেন ইংল্যান্ডর মিডফিল্ডার কিরা ওয়ালশ। ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে ৫ লাখ ডলারের বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। কুন্দানানজি স্বদেশি ক্লাবের হয়ে ২০১৮ সালে ক্যারিয়ার শুরু করেন। এরপর কাজাখস্তান ঘুরে ২০২১ সালে স্প্যানিশ ক্লাব এইবারে যোগ দেন। এক মৌসুম পরেই ফের ক্লাব বদলে মাদ্রিদ সিএফে যোগ দেন। দলটির হয়ে গত দেড় বছরে লিগে ৪৩ ম্যাচে ৩৩ গোল করেছেন তিনি। গত মৌসুমে ২৯ লিগ ম্যাচে ২৫ গোল কর মাদ্রিদ সিএফকে লিগে পঞ্চম করেন কুন্দানানজি, যা ক্লাবটির ইতিহাসের সেরা সাফল্য। এ মৌসুমেও ১৪ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। গত বছর জাম্বিয়ার হয়ে উইমেন’স বিশ্বকাপে অংশ নিয়ে গোল করেন তিনি। জাতীয় দলের জার্সিতে ১৮ ম্যাচে ১০ গোল করেছেন কুন্দানানজি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন