পলাশবাড়ীতে ছাগলের হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান
গাইবান্ধা সংবাদদাতা :
শনিবার (২৩ সেপ্টেম্বর )গাইবান্ধা জেলার পলাশবাড়ী কালীবাড়ী ছাগলের হাটে মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং যথাযথভাবে হাসিল আদায়ের রশিদ প্রদান না করার অপরাধে ১০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অতিরিক্ত হাসিল আদায় না করতে ইজারাদারকে নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট এসএম ফয়েজ উদ্দিন । উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশক্রমে তিনি এ অভিযান পরিচালনা করেন। উল্লেখ্য.পলাশবাড়ী কালীবাড়ী পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায় করা হয়। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।