সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শিকার করতে এসে পানিতে ডুবে আদিবাসী কিশোর নিখোঁজ

শিকার করতে এসে পানিতে ডুবে আদিবাসী কিশোর নিখোঁজ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ  কয়েক দিনের টানা বৃষ্টিতে দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে বাঁধ উপচে বিস্তীর্ণ ফসলের মাঠে ঢুকে বিশাল জলবদ্ধতার সৃষ্টি হয়। জলবদ্ধ ওই পানিতে ডুবে স্বাধীন বাসকে(১২) ৫ম শ্রেণীর এক আদিবাসি কিশোর নিখোঁজ হয়েছে।

বুধবার(২৭ সেপ্টেম্বর) বিকাল ৫টা পর্যন্ত ফায়ারসার্ভিস ও নিখোঁজের স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পরও ওই কিশোরের কোন সন্ধান পাননি। নিখোঁজ স্বাধীন বাসকে(১২) বুলাকীপুর ইউনিয়নের বিন্যাগাড়ির সমায় বাসকের ছেলে।

প্রত্যক্ষদর্শী নিখোঁজের বড় ভাই সোহেল বাসকে জানান, সকাল ১০টায় ১৫ থেকে ২০ জন মিলে উপজেলার সিংড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শিকার করতে আসি। সেসময় আমার ছোট ভাইসহ আরও দু’জন জলবদ্ধ পানির ওপারে গাছের উপর একটা শেয়াল দেখতে পেয়ে শিকার করতে যায়। তখন আমরা এপারে রাস্তার উপর দাঁড়িয়ে ছিলাম। শিকার না পেয়ে সাঁতার কেটে অন্য দুইজন ফিরে আসলেও কিছু বুঝে উঠার আগেই আমার ছোট ভাই স্বাধীন বাসকে পানিতে তলীয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে ফায়ারসার্ভিসকে খবর দেওয়া হয়।

ঘটনার দায়িত্বে থাকা ফায়ারসার্ভিসের লিডার জিয়াউর রহমান বলেন, রংপুর বিভাগীয় ফায়ারসার্ভিসের ডুবুরি দল কে খবর দেওয়া হয়েছে। ডুবুরির দল কিছু সময় পর ঘটনাস্থলে এসে পৌঁছাবেন। তারা আসলে উদ্ধার কাজ শুরু করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন