শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বর্ষা মৌসুমে চিলমারী নদীবন্দরে চালু হচ্ছে ফেরিসেবা

বর্ষা মৌসুমে চিলমারী নদীবন্দরে চালু হচ্ছে ফেরিসেবা
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্রহ্মপুত্র নদ দ্বারা বিছিন্ন কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলাকে
জেলা শহরের সঙ্গে যুক্ত করতে চিলমারী-রৌমারী নৌপথে চালু হচ্ছে ফেরি। এই
বর্ষা মৌসুমে এই ফেরিসেবা চালু হতে যাচ্ছে – বিআইডব্লিউটিএর চেয়ারম্যান
(অতিরিক্ত সচিব) এস এম ফেরদৌস আলম।
শুক্রবার দুপুর ১২টায় চিলমারী নৌবন্দর এলাকায় চিলমারী-রৌমারী রুটে ফেরি
চলাচলের সম্ভাব্য ফেরিরুট নির্ধারণ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ
সময় ফেরিরুট নির্ধারণ পরিদর্শন প্রতিনিধিদল নদীবন্দর এলাকা পরিদর্শন কালে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।
বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরো বলেন, ফেরিরুট নির্ধারণে ইতোপূর্বে সার্ভে
হয়েছে। নদীর গতিপথ, জনচাহিদা এবং ব্রহ্মপুত্র নদের বারবার গতি পরিবর্তনের
চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা ফেরিরুট নির্ধারণ করব। উপযুক্ত স্থান  পেলে
পল্টুন স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত গ্রহণ করা হবে। পরিদর্শন প্রতিনিধিদলে বিআইডব্লিউটিএর পরিচালক (বাণিজ্যে) এসএমআশিকুজ্জামান, বিআইডব্লিউটিএর জিএম (মেরিন) ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর
রহমান চৌধুরী উপস্তিত  ছিলেন।
এ সময় কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
মোঃ জাকির হোসেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। পরে
প্রতিনিধিদল স্পিড বোডে রৌমারী নৌরুট পরিদর্শন ও স্থানীয় জনপ্রতিনিধি ও
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন