পার্বতীপুরে ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি
সোহেল সানী :
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১টায় উপজেলা পরিষদ হলরুমে আমন ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর পৌর মেয়র মো: আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আফান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব হোসাইন, পার্বতীপুর এলএসডি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেশ চন্দ্র পাল ও খাদ্য পরির্দশক নুরুজামান প্রমুখ।
উপজেলার ২২ হাজার ৯১৫ জন কৃষকের মধ্যে হতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। একজন কৃষক তিন মেট্রিক টন ধান দিতে পারবেন। সরকার সরাসরি কৃষকদের নিকট প্রতি কেজি ধান ৩০ টাকা ও মিল মালিকদের কাছ থেকে চাউল ৪৪ টাকা কেজি দরে ক্রয় করবেন। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৬ মেট্রিক টন ধান ও ১ হাজার ২৭২ মেট্রিক টন চাউল ক্রয় করবে। ২০২৪ সালের আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ সগ্রহ কার্যক্রম চলমান থাকবে।