শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

এক রাতে দুই ম্যানচেস্টারের হতাশা

এক রাতে দুই ম্যানচেস্টারের হতাশা

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :  তিন দিন আগেই (২৮ সেপ্টেম্বর) নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরে লিগ কাপ থেকে বিদায় নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। এবার প্রিমিয়ার লিগে নেমেও টেবিল টপাররা তিক্ত হারের স্বাদ পেয়েছে। পেপ গার্দিওলার শিষ্যরা ২-১ গোলের পরাস্ত হয় উলভারহ্যাম্পটনের বিপক্ষে। একই রাতে হার দেখেছে ওই শহরেরই আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে তারা ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছেড়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে উলভারের মাঠে নামে সিটি। যেখানে উড়তে থাকা সিটি ম্যাচের মাত্র ১৩ মিনিটেই পিছিয়ে পড়ে। দুর্ভাগ্যের বিষয় গোলটি আসে রুবেন দিয়াজের আত্মঘাতি ছোঁয়ায়। ফলে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই ইংলিশ চ্যাম্পিয়নরা বিরতিতে যায়।

তবে গোল শোধ দিতে তেমন সময় লাগেনি সিটির। দ্বিতীয়ার্ধে নামার ৫৮ মিনিটে স্কোরবোর্ডে নাম তোলেন সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। তবে তারা সেই স্কোর ধরে রাখতে ব্যর্থ হয়। ৬৬তম মিনিটে স্বাগতিকদের ফের লিড পাইয়ে দেন হি চ্যান হাং। বাকিটা সময় তা ধরে রেখে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে উলভারহ্যাম্পটন।

অন্যদিকে, ইউনাইটেড নিজেদের মাঠে প্রথমার্ধের ২৫ মিনিটে পিছিয়ে পড়ার পর আর ম্যাচে ফিরতে পারেনি, ক্রিস্টাল প্যালেসের কাছে তাদের হার ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি এজের ফ্রি-কিক থেকে পাওয়া। বল পেয়ে দারুণ এক গোল করেন ক্রিস্টাল প্যালেসের ইওয়াখিম অ্যান্ডারসন। এ মৌসুমে প্রথমার্ধে ক্রিস্টাল প্যালেসের এটাই প্রথম গোল। এরপর অনেক চেষ্টা করেও রেড ডেভিলরা আর সমতায় ফিরতে পারেনি।

এদিন হতাশা নিয়ে ফিরলেও ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সিটি। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া ইউনাইটেড নেমে গেছে ১০ নম্বরে। তাদেরকে টপকে নবম স্থান দখল করেছে প্যালেস। তাদের অর্জন ১১ পয়েন্ট।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন