রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ঘোড়াঘাটে যৌতুকের জন্য নববধূর আত্মহত্যা, শাশুড়ি ও স্বামী গ্রেপ্তার 

ঘোড়াঘাটে যৌতুকের জন্য নববধূর আত্মহত্যা, শাশুড়ি ও স্বামী গ্রেপ্তার 

মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

হাতের মেহেদির রং এখনো মুছে যায়নি। প্রেম করে বিয়ে হয়েছে মাত্র সাড়ে তিন মাস। এরিমধ্যে যৌতুকের টাকার জন্য দিনাজপুরের ঘোড়াঘাটে সাদিয়া আকতার সাথী(১৩) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় নিহতের স্বামী লাইম মিয়া @ নাহিদ(২০) ও শাশুড়ী লাকী বেগম(৪০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গেল রাত মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) পৌর শহরের ২নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়ার স্বামীর বাড়িতে গ্যাস টেবলেট  (পোকামাকড় নিধনের বিষ) খায় ওই নববধূ। পরিবারের লোকজন টের পেয়ে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।  সাদীয়া আক্তার সাথী গাইবান্ধা গোবিন্দগঞ্জ উপজেলার তল্লাপাড়া গ্রামের শাহাদত ইসলামের মেয়ে। নিহত সাথীর দাদা ওয়াজেদ আলী বলেন,আমার ধারণা আমার নাতিকে যৌতুকের টাকার হত্যা করা হয়েছে। সাড়ে তিন মাস আগে আমার নাতি আমাদের অমতে নাহিদ এর সাথে প্রেম করে বিয়ে করে। বিয়ে পর থেকে শ্বাশুরী লাকি বেগম ও তার স্বামীর সাথে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটি হতো এবং তারা উভয়েই যৌতুক দাবী করে শারিরিক ও মানসিক নির্যাতন করতো। এরই জেরে ঘটনার সময় ওরা আমার নাতির মুখে জোড় করে বিষ দিয়ে এখন আত্মহত্যার নাটক সাজাচ্ছে। তিনি আরও অভিযোগ করে বলেন, নাহিদ আগেও দুটি বিয়ে করেছিল সেই স্ত্রীরাও তাকে ছেড়ে চলে গেছে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পিতা বাদী হয়ে ‘যৌতুকের জন্য হত্যা’ মামলা রুজু করেছেন। ইতিমধ্যে আমরা অভিযুক্ত স্বামী ও শাশুড়ি কে গ্রেফতার করেছি। লাশ সুরতহাল শেষে থানায় আনার পর দুপুর ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে প্রেরণ হয়েছে এবং আসামি দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন