নড়াইলের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে হাতের লেখা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফরহাদ খান, নড়াইল : নড়াইল সদরের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে হাতের সুন্দর লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেখ রাসেলের জন্মদিবসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন।
এছাড়া উপস্থিত ছিলেন-ডাক্তার শুভাশিস বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক শিখা রানী মল্লিক, সহকারী শিক্ষক তাপস পাঠক, শিবানী রানী দাস, কৃষ্ণ গোলাপ রায়, সিভিল সার্জন অফিসের হোসনে আরা পারভীন, দুলাল চন্দ্র গাইন, হাবিবুর রহমান মোল্যাসহ অনেকে।
শিক্ষার্থীরা জানায়, শেখ রাসেল দিবসে হাতের সুন্দর লেখা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আনন্দিত তারা। এসব আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীরা অনেক কিছু জানার সুযোগ পেয়েছে।