শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে কথিত চেয়ারম্যান পদপ্রার্থী নারী কেলেঙ্কারিতে আটক

উলিপুরে কথিত চেয়ারম্যান পদপ্রার্থী নারী কেলেঙ্কারিতে আটক

উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে কথিত চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য সালাউদ্দিন পরকীয়া করতে গিয়ে জনতার হাতে আটক হয় l
জনতা সালাউদ্দিনকে উত্তম মধ্যম দিয়ে ওই নারীর ঘরে বেঁধে রাখে l
এরপর এলাকার উৎসুক শতাধিক নারী ও পুরুষের রোষানলে পরে সালাউদ্দিন l
কেউ কেউ চায় ওই নারীর সাথে বিয়ে দিতে, আবার কেউ কেউ চায় থানা পুলিশের কাছে সোপর্দ করতে l
সেখানে থানা পুলিশ, একদল সাংবাদিকের উপস্থিতিতে জনতার হাতে আটকের ৬ ঘন্টা পর পুলিশ সালাউদ্দিনকে উদ্ধার করে উলিপুর থানায় নিয়ে আসে l
ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার সন্ধ্যা রাতে উপজেলার থেতরাই ইউনিয়নের দরি কিশোরপুর গ্রামে l
এ ঘটনায় ওই নারী উলিপুর থানায় হাজির হয়ে রাতেই সালাউদ্দিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে l
সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ পাঁচ/ছয় মাস ধরে ১২ বছর আগে বিবাহিত ওই নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরে সালাউদ্দিন l
স্বামী ও ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ১ মেয়েকে ছেড়ে ওই নারী সালাউদ্দিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে l
মাস খানেক আগেও ঘর বাঁধতে এক মাস ধরে ঢাকার কোন এক জায়গায় বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস করেছে বলে ওই নারী সাংবাদিকদের কাছে স্বীকারোক্তি দিয়েছে l
এরপর ওই মধ্যবয়সী নারীকে ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিয়ে করবেন বলে শান্তনা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় l
স্বামীর অনুপস্থিতিতে রাতের আঁধারে ৩ পুত্র সন্তানের জনক সালাউদ্দিন নিয়মিত ওই নারীর সাথে অবৈধ মেলামেশা করে আসছিলো l
একটি সূত্র জানায়, বেপরোয়া সালাউদ্দিন পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ার পর থেকেই স্ত্রী সন্তানদের প্রতি রূঢ় ও মারমূখী আচরণ করে আসছে l
এমনকি সালাউদ্দিন তার বৃদ্ধ মা-বাবাকেও প্রহার করত বলে এলাকাবাসী জানায় l সালাউদ্দিনের পিতার নাম সেকেন্দার আলী, গ্রাম : দরি কিশোরপুর l
উলিপুর থানার অফিসার্স ইনচার্জ গোলাম মর্তুজা জানান, বাদীর মেডিকেল রিপোর্টের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে আর সালাউদ্দিনকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে l
বিষয়টি এখন উলিপুরে টক অফ দা টাউনে পরিণত হয়েছে l

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন