বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ 

পাকেরহটে রাস্তা দখল করে মাছ বিক্রি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ 

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: নির্দেশনা অমান্য করে দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র পাকেরহাটে প্রধান সড়ক দখল করে মাছ বিক্রির অপরাধে মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় পাকেরহাট বাজারে মাছহাটির পার্শ্বে এই ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।

ইউএনও মো. তাজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাস্তা দখল করে মাছ বিক্রি যেন না করে সেজন্য ইতিপূর্বে কয়েকবার সতর্ক করেছিলাম। এরপর জরিমানা করার পরেও তারা পুনরায় চলাচল প্রতিবন্ধকতা তৈরী করে রাস্তার উপরে মাছ বিক্রি করে। তাই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু মাছ বিক্রেতা নয় রাস্তা দখল করে কোন স্থাপনা করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন