শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট দাদিকে বাঁচাতে গিয়ে নাতির মৃত্যু

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্ট দাদিকে বাঁচাতে গিয়ে নাতির মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে সত্তর বছর বয়সী দাদি মনোয়ারাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নাতি মাহামুদ মীম ওরফে মাকামীমের (২৩) মৃত্যু হয়েছে। নিহত মাকামীম উপজেলার দিঘড়া গ্রামের জাকারিয়া হোসেনের ছেলে। বুধবার সকাল ৯টায় নাতি মাকামীমের মৃত্যু হয় তবে দাদি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, বুধবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে গরু বের করতে যান বৃদ্ধ মনোয়ারা বেগম। এসময় গোয়ালঘরের ভিতর অসাবধানবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে তিনি চিৎকার দেন। চিৎকার শুনে নাতি মাকামীম গোয়ালে দাদিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

প্রতিবেশীরা আহত দাদি ও নাতিকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক নাতি মাকামীমকে মৃত ঘোষণা করেন। আর দাদিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। আদমদিঘী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন