জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালী মাছ অবমুক্ত করণ ও আলোচনা সভা
পীরগঞ্জ প্রতিনিধি।- ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে।জাতীয় কর্মসূচীর সাথে সংগতি রেখে দেশের প্রত্যেকটি জেলা ও উপজেলায় মৎস্য বিভাগ বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে।
এদিকে রংপুরের পীরগঞ্জ উপজেলাতেও উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচীর আলোকে মৎস্য সপ্তাহ পালন করছে।
এখানে ২৫ জুলাই মঙ্গলবার জাতীয় মৎস্য সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচী ছিল বর্ণাঢ্য র্যালী, উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ এবং উদ্বোধনী অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন , উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, মেয়র আবু ছালেহ মোঃ তাজিমুল ইসলাম শামিম, আওয়ামীলীগের সহ সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, মৎসজীবী বিপুল চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য রাখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম।
পরে সফল মৎস্য চাষিদেরকে সন্মাননা স্মারক প্রদান করা হয়।