বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা

পার্বতীপুরে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা

মনারুল ইসলাম মিন্টু : ৪০০ শিক্ষার্থীর অংশগ্রহণে দিনাজপুরের পার্বতীপুরে দিনব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী ঈদগাহ মাঠ প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদরাসার ৪০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুরআন প্রতিযোগিতায় ২৯ পারা ও ৩০ পারা দুটি গ্রুপে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উত্তর সালন্দার স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মুহাঃ মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান প্রভষক রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন, আইনুল হুদা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রিয়াজুল ইসলাম, স্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বুলবুল হোসেন, হলদীবাড়ী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবু এহিয়া, জনতা ব্যাংকের ব্যবস্থাপক কামরুজ্জামান সিদ্দিকী ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রেজাউল করিম প্রমুখ।

 

 

প্রতিযোগিতায় বিচারক ছিলেন, এ্যাফেক রেসিডেন্সিয়াল স্কুলের সহকারি শিক্ষক এইচ এম আনছার উল্লাহ নুরী, পার্বতীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব নুর হুসাইন, ঢাকা মোড় মসজিদের ইমাম আব্দুল ফাত্তাহ ও আটরাই হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুর রাকিব। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও দোয়ার মাধ্যমে হিফজুল কোরআন প্রতিযোগিতা সমাপ্তি হয়। এসময় ওলামায়ে কেরামগনসহ বিভিন্ন মাদ্রাসার হাফেজগণ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন