বড়লেখায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
মৌলভীবাজার প্রতিনিধি
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পশ্চিম হাতলিঘাট এলাকার রেলগেট লাকা থেকে মাদক কারবারি রাজারাম (৩৫) ও জামাল উদ্দিন (৪৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এসময় আটককৃতদের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মো: ইয়ারদৌস হাসান জানান, আটককৃতরা জুড়ী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য বড়লেখায় নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ৯(খ)/৪১ ধারায় একটি মামলা দায়ের করে শনিবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।