বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চতরা ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গহনা-নগদ টাকা লুট

চতরা ইউনিয়নে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গহনা-নগদ টাকা লুট
পীরগঞ্জ সংবাদদাতা : রংপুরের পীরগঞ্জে এক ব্যবসায়ীর হাত-মুখ বেঁধে বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের অস্ত্রের আঘাতে আতিয়ার রহমান ও তার স্ত্রী চম্পা বেগম জখম হয়েছেন।
ঘটনাটি উপজেলার ১৪নং চতরা ইউনিয়নের ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যান কেন্দ্রের পার্শে আতিয়ার রহমানের বাড়িতে ঘটে।
জানাযায়, ৬ থেকে ৭ জন অস্ত্রধারী ডাকাত বাড়ির গ্রিল ভেঙে ভেতরে ঢুকে স্বামী -স্ত্রীকে জিম্মি করে  স্বর্ণালঙ্কার, নগত লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
গত ভোর রাতে রবিবার (২৪ ডিসেম্বর )  ৪টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের অতিয়ার রহমান বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাড়ির মালিক আতিয়ার রহমান জানান, রাত ৪টার দিকে ৬ থেকে ৭ জন ডাকাত বাড়ীর প্রধান গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে দরজা ভেঙ্গে প্রবেশ করে। প্রথমে তারা আমার মুখে পিস্তল ঠেকিয়ে শরীরে লাথি ও রাম-দা, চুরি দিয়ে আঘাত করে। এতে আমি গুরুতর জখম হই। চিৎকার শুনে আমার স্ত্রী ডাকাতদের হাতে রাম দা দেখতে পান। এসময় ডাকাতরা  বাড়ির দুজনকে বেঁধে ফেলে মোবাইলগুলো নিয়ে নেয়। অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে আলমারিতে থাকা  নগদ টাকা ও সোনার গহনা লুট করে।
তিনি আরও জানান, ডাকাতদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে। মুখে কাপড় বাঁধা ছিল। সমস্ত বাড়ি তছনছ করেছে তারা। ডাকাতরা সবাই যুবক।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন