রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ

দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে দুঃসংবাদ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রথম টেস্টে ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের এই জয়ে বড় অবদান ছিল জেরাল্ড কোয়েটজের। দুর্দান্ত ফর্মে থাকা এই পেসারকে সিরিজের দ্বিতীয় টেস্টে পাচ্ছে না দল। মূলত চোটের কারণে খেলতে পারছেন না কোয়েটজে। সুপারস্পোর্টস পার্ক টেস্টে খেলার সময় পেলভিসের চোটে পড়েন তিনি। সমস্যা গুরুত্বর হওয়ায় এবার কেপ টাউন টেস্ট থেকে ছিটকে গেলেন এই পেসার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বোলিং করেই মাঠ ছাড়েন তিনি। এরপর আর ফিরতে পারেননি। শুক্রবার স্ক্যান করে অসুস্থতার অবস্থা বুঝে পরের টেস্ট থেকে তাকে বাইরে রাখার সিদ্ধান্ত হয়। তার আগে অবশ্য প্রথম ইনিংসে ১৬ ওভার বল করে ৭৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন তিনি। খুব বেশি উইকেট না পেলেও তার গতি আর বাউন্সে অস্বস্তিতে ছিল ভারতীয় ব্যাটাররা। তার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আছেন পেসার লুঙ্গি এনগিদি ও পেস বোলিং অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। তবে এনগিদিরও কিছুটা চোট আছে। তাই তার খেলা নিয়েও শঙ্কা আছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন