রোনালদোর ফ্রি-কিকে আনন্দে ভাসল আল-নাসর
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : এই তো কয়েকদিন আগেই পর্তুগালকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তুলেছিলেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৩৮ বছরের এই তারকা ফরোয়ার্ড গোল করে দলকে সামনে থেকে টেনে চলেছেন। একই ফর্ম তিনি নিয়ে গেলেন সৌদি আরবের ক্লাব আল-নাসরেও। রোনালদোর করা দারুণ এক ফ্রি-কিক গোলে দলটি ২-১ ব্যবধানে জয় পেয়েছে।
এমন জয়ের পর মাঠের পরিবেশ ও ভক্তদের কৃতজ্ঞতা জানাতে ভুললেন না এই পর্তুগিজ তারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রোনালদো লিখেছেন, ‘স্টেডিয়ামের পরিবেশ আজ অবিশ্বাস্য ছিল। জিততে পেরে আনন্দিত এবং প্রতি ম্যাচেই এমন কঠোর পরিশ্রম চালিয়ে যাব। ভক্তদের ধন্যবাদ এমন দারুণভাবে সম্মানিত করার জন্য।’ ঘরের মাঠ রিয়াদে দামাকের কাছে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে রোনালদোরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্ট্যানচিউর অ্যাসিস্টে নাসরের জালে বল পাঠান জর্জেস-কেভিন এন’কউডো। তবে সহজ সুযোগ হাতছাড়া না করলে দামাক বিরতির আগেই পেতে পারত একাধিক গোল। অবশ্য তাদের লিড গোল শোধ করতে বেশি সময় নেননি নাসরের খেলোয়াড়রা। ম্যাচের ৫২ মিনিটে মিডফিল্ডার অ্যান্ডারসন তালিস্কা সমতায় ফেরান নাসরকে। তার চার মিনিট পরেই আল নাসরের জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অবশ্য তার আগেই গোল পেতে পারত আল-নাসর। ৪৮তম মিনিটে রোনালদো গোল করলেও সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। প্রায় কাছাকাছি সময়ে এদিন অফসাইডের ফাঁদে আটকে গেছেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় রোনালদো ও লিওনেল মেসি। তবে ফলটা দিনশেষে মেসিরা না পারলেও, জয় পেয়েছে সিআরসেভেনের দল। এদিন সৌদি প্রো লিগের ম্যাচে নাসরের দুটি গোলই এসেছে ফ্রি-কিকে। প্রথমটাতে প্রতিপক্ষ দামাক হয়তো ভেবেছিল ফ্রি-কিক নেবেন রোনালদো। তবে তাদের চমকে দিয়ে ব্রাজিল ফরোয়ার্ড তালিস্কা সেই শট নেন। চার মিনিট পর আবারও ফ্রি-কিক পায় আল-নাসর। কিন্তু এবার অন্য কেউ নন, রোনালদো নিজেই শটটি নেন। তার ট্রেডমার্ক ফ্রি-কিক তাকিয়ে দেখা ছাড়া বিকল্প উপায় ছিল না দামাক গোলরক্ষকের সামনে। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৫০তম ফ্রি-কিক গোল এবং সব মিলিয়ে ৬১। যদিও প্রায় ৭ মাস পর ফ্রি-কিকে গোল পেলেন রোনালদো। এ নিয়ে আল নাসরের হয়ে ১২ ম্যাচে রোনালদো করেছেন ১২ গোল। নাসরের হয়ে পরে ব্যবধান আরও বাড়ানোর চেষ্টা চালান তিনি। ৭৯ মিনিটে তার শট বারের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত আর জালের দেখা পাওয়া হয়নি তাদের। ম্যাচে ফেরার চেষ্টা করলেও রেফারির বাঁশি বাজানোর আগে আর সফল হয়নি দামাকও। এই জয়ে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠে এসেছে আল-নাসর। ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-হিলাল।