বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

রাশিয়া-বেলারুশ থেকে বেছে বেছে অলিম্পিকে খেলার অনুমতি

রাশিয়া-বেলারুশ থেকে বেছে বেছে অলিম্পিকে খেলার অনুমতি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে সামরিক হামলা শুরু করেছিল রাশিয়া। এরপর থেকে তারা ও পার্শ্ববর্তী কড়া সমর্থক বেলারুশের অ্যাথলেটরা বিভিন্ন খেলাধুলায় নিষেধাজ্ঞার সম্মুখীন হয়ে আসছেন। তবে এবার ২০২৪ প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত বেশ কিছু খেলাধুলার নিয়ম শিথিল করে দু’দেশের অ্যাথলেটদের অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে, সেগুলোও অবশ্য শর্তের ভিত্তিতে। যদিও এখনও রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদরা অ্যাথলেটিকসে নিষিদ্ধই রয়েছেন। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে তাদের সামনে শর্ত হচ্ছে— দলীয় ইভেন্টের বাইরের প্রতিযোগিতায় এই অ্যাথলেটরা অংশ নিতে পারবেন এবং সেজন্য ইউক্রেনে চলমান যুদ্ধে তারা সমর্থন দিতে পারবেন না। তবে মাত্র ১১ জন অনুমতি পেয়েছেন দু’দেশ থেকে। রাশিয়ার ৮ জন ও বেলারুশের ৩ জন অ্যাথলেট এখন পর্যন্ত নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। ইউক্রেন থেকে সে তুলনায় বেশি অ্যাথলেট সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত ৬০ জনের বেশি অ্যাথলেট দেশটি থেকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন প্যারিস অলিম্পিকে। এদিকে, কম সুযোগ পাওয়া ও বিশেষ শর্তারোপের বিষয়টির বিরোধীতা করছে রাশিয়া। অন্যদিকে, নিরপেক্ষ পতাকায়ও দেশ দুটিকে সুযোগ দেওয়ার পক্ষে নয় ইউক্রেন। আইওসি জানিয়েছে, ‘যেসব নিরপেক্ষ অ্যাথলেট আন্তর্জাতিক ফেডারেশনগুলোর (আইএফএস) বর্তমান বাছাইপ্রক্রিয়ার মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করেছেন, তাদের ২০২৪ প্যারিস অলিম্পিকের জন্য যোগ্য হিসেবে ঘোষণা করা হবে। তবে রাশিয়া ও বেলারুশের পাসপোর্টধারী অ্যাথলেটদের দল এই অলিম্পিকে অংশ নিতে পারবেন না। এছাড়া অংশ নিতে পারবেন না সক্রিয়ভাবে যুদ্ধকে সমর্থন দেওয়া এবং রাশিয়া-বেলারুশের সামরিক বাহিনী কিংবা জাতীয় নিরাপত্তা এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ অ্যাথলেটরাও।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘২০২৪ প্যারিস অলিম্পিকের কোনো অফিশিয়াল অনুষ্ঠান কিংবা ভেন্যুতে রাশিয়া ও বেলারুশের পরিচয়যুক্ত জাতীয় সংগীত, পতাকা প্রদর্শন করা হবে না। একইসঙ্গে রাশিয়া ও বেলারুশ সরকারের কোনো অফিশিয়ালকেও ২০২৪ প্যারিস অলিম্পিকে আমন্ত্রণ জানানো হবে না।’ উল্লেখ্য, রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের ওপর থেকে আইওসির সরাসরি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল গত মার্চে। ইউক্রেন অভিযানে সমর্থন নেই এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ নেই—এ দুটি শর্তে নিরপেক্ষ অ্যাথলেট হিসেবে অলিম্পিকে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাদের। যা গত মঙ্গলবার ফের সামনে টেনে এনেছেন আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশন ও জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধিরা। তারা রাশিয়া ও বেলারুশের অ্যাথলেটদের নিরপেক্ষ পতাকার অধীনে অলিম্পিকে অংশ নেওয়ার কথা বলেন। আগামী ২৬ জুলাই শুরু হয়ে ১১ আগস্ট শেষ হবে প্যারিস অলিম্পিক।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন