বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমেই সেঞ্চুরি ওয়ার্নারের

বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমেই সেঞ্চুরি ওয়ার্নারের

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : পাক অভিষিক্ত পেসার আমের জামালের করা বল দারুণ এক আপার কাটে বাউন্ডারিতে পাঠিয়েই স্বভাবসুলভ সেই উদ্‌যাপন ডেভিড ওয়ার্নারের। টেস্ট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরি পূর্ণ করলেন তিনি। নিজের বিদায়ী টেস্ট সিরিজ খেলতে নেমে শুরুটাই স্মরণীয় করে রাখছেন।

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোষাকের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা আগেই দিয়েছিলেন অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের বিদায়টা স্মরণীয় করে রাখতে চায় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও। আজ তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে পার্থে ব্যাট করতে নেমে দারুণ ছন্দে আছেন ওয়ার্নার। ১২৬ বলে ১৪ চার ও এক ছয়ের মারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি। এক দশকেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসা ওয়ার্নার। কিন্তু টেস্টে তার সাম্প্রতিক বাজে ফর্ম সমালোচনার জন্ম দেয়। ২০২১ সালের জানুয়ারি থেকে টেস্টে মাত্র ১টি সেঞ্চুরি করেছিলেন তিনি।  এদিকে, ওয়ার্নারের বিদায়ের জন্য ঘটা করে আয়োজন পছন্দ হয়নি সাবেক অজি পেসার মিচেল জনসনের। কারণ হিসেবে সাবেক এই বাঁ-হাতি পেসার ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ে এই ওপেনারের জড়িত থাকার বিষয়টিকে টেনে আনেন। সে ঘটনায় দণ্ডপ্রাপ্ত অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সফল উদ্বোধনী এই ব্যাটসম্যান এমন সম্মানজনক বিদায়ের যোগ্য নয় বলে মনে করেন জনসন। তেমনটা করা হলে সেটি অস্ট্রেলিয়ার জন্য অসম্মানের হবে বলেও মন্তব্য করেন তিনি। যদিও জনসনের এমন মন্তব্যের সমালোচনা করেছে খোদ দেশটির ক্রিকেট বোর্ড। এছাড়া সতীর্থ ক্রিকেটাররাও ওয়ার্নারের পাশে দাঁড়ান। আজ মাঠের পারফরম্যান্সে বুঝাচ্ছেন তিনি কে! গত মাসেই রেকর্ড ষষ্ঠবারের মত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওয়ার্নার। আজ পার্থ টেস্টে ব্যাট করতে নেমে বিশ্বকাপের ফর্ম টেনে আনলেন তারকা এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। উসমান খাজাকে নিয়ে উদ্বোধনী জুটিতে শতোর্ধ্ব রান তোলেন ওয়ার্নার। শাহিনের শিকার হওয়ার আগে খাজা করেন ৯৮ বলে ৪১ রান। এরপর তিনে ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি মারনাস লাবুশানে। ২৫ বলে ১৬ রান আসে তার ব্যাট থেকে। দুই উইকেট হারিয়ে ফেললেও একপ্রান্তে অবিচল ছিলেন ওয়ার্নার। ইনিংসের ৪৩ তম ওভারে কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন। চা বিরতিতে যাওয়ার আগে তৃতীয় উইকেট জুটিতে স্মিথের সঙ্গে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১০ রান। সেঞ্চুরিয়ান ওয়ার্নার অপরাজিত আছেন ১৪৯ বলে ১১১ রানে। পাকিস্তানের বিপক্ষে এক হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনে স্মিথ খেলছেন ৩৪ বলে ২১ রানে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন