শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিএসএমএমইউ ভিসির গাড়িতে হামলা, থানায় জিডি

বিএসএমএমইউ ভিসির গাড়িতে হামলা, থানায় জিডি

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো: ঘ-২১-২৮৭৫) হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দিন (৬ জানুয়ারি) মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-৪৪৫।মঙ্গলবার (৮ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব-২ ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী।সাধারণ ডায়েরিতে বলা হয়, শুক্রবার (৫ জানুয়ারি) মিরপুর-১১-এ মোহনা টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠান শেষে আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ফেরার পথে মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় কে বা কারা বোমা বা ককটেল হামলা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস দেবাশীষ বৈরাগী সামান্য আহত হন।এতে বলা হয়, হামলার ফলে গাড়ির সামনের গ্লাস ভেঙে যায় এবং ছোট ছোট কাচের টুকরায় গাড়ির ভেতরে বসা উপাচার্যের একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক মো. শাহিনুর আলম সামান্য আহত হন। হামলার সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ গাড়ির নির্ধারিত আসনে বসা ছিলেন। জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন