১২৮ জেলেকে ইলিশ শিকারের জাল ও ৩২ টি গরু বিতরণ ।
কলাপাড়া প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় ১২৮ জেলেকে ৩২ টি গরু ও ৩২ টি ইলিশ শিকারের জাল প্রদান করা হয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি জেলেদের পুনর্বাসন ও বিকল্প উপার্জনে স্বাবলম্বী করতে দরিদ্র জেলেদের সরকারি এ সহায়তা তুলে দেন। মৎস্য অধিদপ্তরের সহায়তায় কলাপাড়া উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শনিবার বিকালে আলহাজ জালাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বরে জেলেদের পুনর্বাসনের জাল ও গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ। এর আগেও কলাপাড়ায় দরিদ্র একশ জেলেকে বিকল্প জীবিকায়নে কর্মক্ষম করতে গবাদিপশু বিতরণ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, কলাপাড়ার পাঁচটি ইউনিয়নের ৩২ জেলেকে ৩২টি গরু এবং ৯৬ জন জেলের মাঝে ৩২টি ইলিশ শিকারের জালসহ মাছ শিকারের অন্যান্য সরঞ্জাম প্রদান করা হয়। বঙ্গোপসাগরে ইলিশের প্রজনন এবং জাটকা নিধন রোধে অবরোধ চলাকালীন জেলেদের পূনর্বাসনের লক্ষ্যে মৎস্য অধিদপ্তর প্রান্তিক ও অসহায় জেলেদের এই সহায়তা প্রদান করেন।