সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নলছিটিতে ব্যবসায়ীকে পিটিয়ে  হত্যার চেষ্টা! নগদ টাকা ছিনতাই

নলছিটিতে ব্যবসায়ীকে পিটিয়ে  হত্যার চেষ্টা! নগদ টাকা ছিনতাই
নলছিটি উপজেলার ৫নং সুবিদপুরের নলবুনিয়া গ্রামে এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সাথে থাকা নগদ এক লাখ ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি ঘটেছে ১২ ই জুন বুধবার রাত ১১ টার দিকে নলবুনিয়ার বাচ্চু মাস্টারের দরজার পশ্চিম পাশে সংলগ্ন স্থানে। প্রত্যক্ষদর্শীরা আহত জসিম মুন্সী কে অচেতন অবস্থায় দেখে উদ্ধার করে নলছিটিতে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যবসায়ীর নাম জাকির মুন্সি ওই এলাকার মোকছেদ আলী মুন্সির ছেলে ও একজন ইট, বালু, সিমেন্ট ব্যবসায়ী। আহত জাকির জানান, দীর্ঘদিন ধরে জাকির মুন্সির সাথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সত্তার জমাদারের ছেলে কামরুল জমাদ্দারের পূর্ব শত্রুতা চলে আসছে। কামরুল একজন ভয়ংকর সন্ত্রাসী ও ছিচকে চোর। গত ২৩ সালে কামরুল জমাদার আমার মোবাইল, টাকা, মেমোরি কার্ড চুরি করে। সেই ঘটনায় আমি থানায় সাধারণ ডায়রি করি। রেব কামরুলকে সনাক্ত করে আমার মোবাইল উদ্ধার করে দেয়। এরপর থেকে কামরুল জমাদর আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। এমনকি আমাকে প্রাণ নাশের হুমকিও দেয়। ঘটনার দিন বুধবার আমি আমার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে হঠাৎ আমাকে পথরোধ করে কামরুল জমাদার সহ তার কয়েকজন সন্ত্রাসী। এক পর্যায়ে আমাকে অতর্কিত হামলা চালিয়ে আমার সাথে থাকা এক লাখ ৬২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনার নলছি থানার এএসআই অহিদুল ইসলাম জানান, আহত ওই ব্যবসার কাছ থেকে শুনেছি তাকে হামলা করে  টাকা পয়সা নিয়ে গেছে। তবে বিষয়টি তদন্তাধীন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন