শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বিশ্ব পানি দিবসে কলাপাড়ার নদী ও খাল খনন, পুকুর ও আবাদি জমি ভরাট বন্ধের দাবি।।

বিশ্ব পানি দিবসে  কলাপাড়ার নদী ও খাল খনন, পুকুর ও আবাদি জমি ভরাট বন্ধের দাবি।।

কলাপাড়া প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় সকল নদী ও খাল খনন, পুকুর ও আবাদি জমি ভরাট বন্ধের দাবি জানিয়ে বিশ্ব পানি দিবস উদযাপন হয়েছে। এবারের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য  শান্তির জন্য পানি।  বৃহস্পতিবার সকাল ১১ টায় কলাপাড়ার পানি জাদুঘর এর সম্মেলন কক্ষে এ দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে পানি জাদুঘর ও উন্নয়ন সংস্থা একশন এইড ও আভাস। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পানি জাদুঘর এর সদস্য সচিব জয়নাল আবেদীন বলেন,  কলাপাড়ায় শুধুমাত্র পানির অভাবে ও লবনাক্ততার কারনে প্রতি বছর এ মৌসুমে হাজার হাজার একর জমি অনাবাদি পড়ে থাকে। কৃষি জমি সংলগ্ন পানি নিষ্কাশনের খালের পানি শুকিয়ে যায়। অনেক খাল দখল ও ভরাট করে নির্মাণ করা হয়েছে স্থাপনা।  তাই ২২ মার্চ পানি দিবসে এসব সকল খাল দখলমুক্ত ও ভরাট হয়ে যাওয়া নদী ও খাল খননের দাবি জানান। এ সময় কলাপাড়ার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ,  গণমাধ্যমের কর্মী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন