দৌলতপুর সীমান্তে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৫
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরের ভারত সীমান্ত সংলগ্ন চিলমারী ইউপির খারিজারথাক এলাকা থেকে ১৬৯ বোতল ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে র্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়ার সদস্যরা এ অভিযান চালায়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের জিন্নাত আলীর ছেলে বজলুর রহমান (৩৩), ইয়ানুস শেখের ছেলে বিদ্যুৎ সেখ (৪৫), মোনছার মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক (৩২), ফরিদ মন্ডলের ছেলে শাহাজুল ইসলাম (৪১) ও রবকুল শাহ এর ছেলে সাগর শাহ (২৪)। তাদের কাছ থেকে ১৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র্যাব ১২ সিপিসি-১ কুষ্টিয়ার কোম্পানী কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানান, উদ্ধারকৃত ফেনসিডিল তারা সীমান্ত দিয়ে বহন করে আনার সময় র্যাব সদস্যরা তাদের আটক করে। এবং তারা লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে তিনি জানিয়েছেন।