বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

আদমদীঘিতে আগুনে পুড়ল বসতবাড়ি

আদমদীঘিতে আগুনে পুড়ল বসতবাড়ি

এএফএম মমতাজুর রহমান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে অগ্নিকা-ে আবু হোসেন নামের এক গরিব পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পলাশি গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এতে আনুমানিক প্রায় দেড় লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তাদের দাবি। গ্রামবাসি ১ ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের পলাশি গ্রামের আবু হোসেন তার পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। পাশের বাড়ির পারিবারিক কলেহের কারণে তারা কিছু দিন বাড়ির বাহিরে অবস্থান করছিলেন। শুক্রবার ভোর ৪ টায় তাদের বসতবাড়িতে কে বা কারা অগ্নিসংযোগ করে। গ্রামবাসি জানতে পেয়ে প্রায় ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনলেও ওই বাড়ির টিনের ছাউনি ও ঘরে থাকা আসবাবপত্র, পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ আবু হোসেনের শ্যালক স্বপন সরদার জানায়, অগ্নিকান্ডে প্রায় দেড় লাক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, আগুনে বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন