শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : খুলনার পাইকগাছায় অর্ধশত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, পানির ট্যাংকি, পানির পট, শীতবস্ত্র ও বই প্রদান করা হয়েছে। আস্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে রবিবার সকালে পাইকগাছা উপজেলা অভিভাবক প্রতিবন্ধী ফোরামের উদ্যোগে লক্ষীখোলা কলেজিয়েট মাঠে কলেজিয়েটের অধ্যক্ষ মেছবাহুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লস্কর ইউনিয়ন অক্সিজেন ব্যাংক ও কাগজী প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, প্রতিবন্ধী অভিভাবক উন্নয়ন ফোরামের সভাপতি প্রজিৎ কুমার রায়, ডাঃ কে এম শহিদুল ইসলাম, প্রতিবন্ধী সহকারী শিক্ষক সুভাষ চন্দ্র মন্ডল, শিক্ষক আশরাফ হোসেন, প্রভাষক আব্দুল ওহাব বাবলু, প্রতিবন্ধী নুরুল। আলোচনা সভা শেষে উক্ত অনুষ্ঠানে ৩৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫০ টি শীত বস্ত্র, ২ টি জলাধার, ১টি টিউবওয়েল, ২০ টি পানির পট ও এক সেট বই উপহার দেওয়া হয়। উল্লেখ্য মানসেবায় লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। তিনি শুধু তার ইউনিয়নে নয়,  উপজেলার গন্ডি পেরিয়ে দেশের বিভিন্নস্থানে প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করে যাচ্ছেন। পাশাপাশি তাদের বাজার করে দেওয়াসহ সমাজের অসহায় ছিন্নমুল মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। ইতিমধ্যে তিনি প্রতিবন্ধীদের অভিভাবক হয়ে উঠেছেন। উল্লেখ্য এ পর্যন্ত তিনি ২ শত ৮৫ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান করেছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন