শ্রীমঙ্গলে বাংলাদেশ ভারত মৈত্রী নৃত্য উৎসব
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ভারত মৈত্রী নৃত্য উৎসব। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌরসভা অডিটোরিয়ামে শ্রীমঙ্গলের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যবীনার উদ্যোগে আয়োজিত এ নৃত্য উৎসবে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার প্রায় ৭টি দলসহ বাংলাদেশের বিভিন্ন জেলার আরো ২৭ টি সংগঠন অংশনেয়। শনিবার বিকেলে এ নৃত্য উৎসবের উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। নৃত্যবীণার পরিচালক সুব্রত দাশের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, অধ্যাপক অবিনাশ আচার্য্য ও শিক্ষক জহর তরফদার প্রমুখ। এর আগে নৃত্য শিল্পীদের অংশগ্রহনে শ্রীমঙ্গল শহরে বের হয় আনন্দ শোভযাত্রা।