শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

দৌলতপুরে ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর , আহত ৩

দৌলতপুরে ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের হামলা ও ভাংচুর , আহত ৩

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : কুষ্টিয়ার দৌলতপুরে পুর্বশত্রুতার জের ধরে ব্যবসায়ীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিপক্ষের লোকেরা হামলা চালিয়েছে। এ সময় তারা বাড়ির প্রধান ফটক ভাংচুর করে ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ৩ কর্মচারীকে পিটিয়ে আহত করেছে। রবিবার সন্ধ্যা ৬টার দিকে তারাগুনিয়া বাজারের ব্যবসায়ী হুমায়ন কবীর জনির বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  প্রাপ্ত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের তারাগুনিয়া বাজারের মৃত ডাক্তার লুৎফর রহমানের ছেলে ও জননী মোটরস্ এর মালিক এবং হাট ব্যবসায়ী হুমায়ন কবীর জনির বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে তারাগুনিয়া থানামোড় এলাকার বরকত মন্ডল, মামলত মন্ডল, আশরাফুল, আলেক,করিম শেখ ও আসাদুলের নেতৃত্বে ৩০/৪০ জন লোহার রড, হাতুড়ী হাসুয়া, রামদা, লাঠিসোটা নিয়ে ব্যবসায়ী হামলা চালায়। এ সময় তারা ইঁপাটকেল ছুড়তে থাকে এবং বাড়ির প্রধান ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা চালায়। এ সময় ব্যবসায়ী জনি অবস্থা বে-গতিক দেখে আত্মরক্ষার্থে তার ব্যবহৃত বন্দুক দিয়ে ৩ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা রাস্তার পাশে জননী মোটরস্ এর শো-রুমে হামলা করে এবং সেখানকার কর্মচারী আব্দুর রহমান (২৩), মিন্টো (৩৫) ও মেহেদিকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যবসায়ী হুমায়ন কবীর জনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ব্যবসায়ী হুমায়ন কবীর জনি জানান, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় নিয়ামতপুর তহ হাটের ইজারাদার হিসাবে ব্যবসা করে আসছেন।কয়েকদিন আগে ঐ হাট ডাকার জন্য সিডিউল কেনার পর থেকেই হামলাকারীরা তাকে হুমকি ধামকি দিয়ে আসছিল। তিনি তার জান মালের নিরাপত্তার পুলিশের প্রতি আবেদন জানিয়েছেন। দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন