সোমবার, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চুয়াডাঙ্গায় দেখা মিলেছে ভয়ংকর রা‌সেল ভাইপার

চুয়াডাঙ্গায় দেখা মিলেছে ভয়ংকর রা‌সেল ভাইপার

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপ‌জেলার দর্শনা থানার সীমান্তবর্তী কামারপাড়া গ্রা‌মের মাঠ-পাড়ায় মাথাভাঙ্গা নদীর পা‌ড়ে দেখা মিলেছে ভয়ংকর বিষাক্ত সাপ রা‌সেল ভাইপার। নদীতে গোসল কর‌তে যাওয়ার সময় সাপটি একজন দে‌খে আশপাশের মানুষ‌কে ডেকে সাপটি মার‌তে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে ঈদের একদিন পর বুধবার (১৯ জুন) দুপু‌রে। প্রত্যক্ষদ‌র্শী কামারপাড়া গ্রা‌মের মাঠপাড়ার তরিকুল ইসলাম জানান, গত ১৫-২০ দিনে আমা‌দের সীমান্ত এলাকায় সাপের কাম‌ড়ে শ‌হিদুল ইসলাম না‌মের এক কৃষকসহ ২ জন মারা গে‌ছে। অল্প সম‌য়ের ব্যবধানে সাপের কাম‌ড়ে ২ জন মারা যাওয়ায় সীম‌া‌ন্তে বসবাস করা মানু‌ষের মা‌ঝে সাপ আতংক সৃষ্টি হয় এবং সতর্কতা অবলম্বন করা শুরু ক‌রে। এরই এক পর্যা‌য়ে ঈদের পরপরই গ্রা‌মের মাথাভাঙ্গা নদীতে গোসল কর‌তে যাওয়ার সময় অন্যান্য সাপ থে‌কে বেশ বড় আকৃতির এক‌টি সাপ দেখ‌তে পাওয়া যায়। এ সময় পাড়ার লোকজন ডেকে নি‌য়ে সাপটি মারা হয়। প‌রে সাপের ছ‌বি দে‌খে ইন্টারনেট ব্যবহারকারীরা শনাক্ত ক‌রেন এটি বিষাক্ত রা‌সেল ভাইপার সাপ। তি‌নি আরও জানান, ‌বেশ‌কিছু দিন থে‌কে বি‌ভিন্ন লোকমু‌খে ও চায়ের দোকা‌নে শু‌নে আস‌ছিলাম ভয়ংকর রাসেল ভাইপার সা‌পের কথা। আমরা কল্পনাও ক‌রি‌নি এই সাপ আমা‌দের গ্রা‌মে চলে আসবে। এটি রা‌সেল ভাইপার সাপ বিষয়‌টি জানাজানি হ‌লে এলাকাবাসীর মা‌ঝে এক ধরনের আতংক শুরু হ‌য়ে‌ছে। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, এমন কোনো বিষয় তার জানা নেই।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন